আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
টেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৪ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১ ঘণ্টা আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে