Ajker Patrika

বিমানবন্দরে নেইমারকে আল হিলালের রাজকীয় বরণ 

বিমানবন্দরে নেইমারকে আল হিলালের রাজকীয় বরণ 

আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। 

রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের। 

নেইমারের ছবি তুলতেই যেন ব্যস্ত ছিলেন সবাইআল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।  

সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত