আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
আল হিলালে খেলতে সৌদি আরবে পৌঁছেছেন নেইমার। বিমানবন্দরে তাঁকে রাজকীয় বরণ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
রিয়াদে বিমানবন্দরে আজ সকালে পৌঁছেছেন নেইমার। ‘আমি সৌদিতে এসেছি’ বলে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। এরপর বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে ধরে অসংখ্য ক্যামেরা। তার ছবি তুলতেই ব্যস্ত যেন সবাই। আল হিলাল তাদের টুইটার অ্যাকাউন্টে নেইমারকে বরণের ছবি পোস্ট করেছে। আল হিলাল ক্যাপশন দিয়েছে, ‘ব্রাজিলের ঐতিহাসিক জাদুকর পৌঁছেছে। আপনাকে স্বাগতম।’ ক্লাবটি হ্যাশট্যাগ দিয়েছে আল হিলাল। আর নেইমারকে ট্যাগ করেছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে সৌদি প্রো লিগে মুখোমুখি হবে আল হিলাল-আল ফেইহা। হয়তো আজই আল হিলালের হয়ে অভিষেক হয়ে যেতে পারে নেইমারের।
আল হিলালে খেলতে সৌদির বিমানে গতকাল উঠেছিলেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিমানে ওঠার বেশ কিছু ছবি আল হিলাল নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সৌদি ক্লাবটি ক্যাপশন দিয়েছে, ‘ইতিহাস এখন রিয়াদের পথে।’ নেইমার হিলালি, আল হিলাল—এ দুটো শব্দ হ্যাশট্যাগও দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।
সৌদি আরবে এক রাজকীয় জীবনযাপনই করতে যাচ্ছেন নেইমার। বছরে ১০ কোটি ইউরো বেতন পাবেন নেইমার। বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ১৯৬ কোটি ৩৯ লাখ টাকা। ২৫ বেডরুমের বাড়ি পাচ্ছেন। বাড়িতে থাকছে ৪০০ বর্গমিটারের সুইমিং পুল। পাশাপাশি ৩টি সউনা পাচ্ছেন (গরম হওয়ার জন্য ঘর)। বেন্টলি কন্টিনেন্টাল জিটি, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স, ল্যাম্বারগিনি হুরাকান নামের বিলাসবহুল গাড়িগুলো তিনি পাচ্ছেন। এ ছাড়া বাড়ির কাজের জন্য পাঁচজন স্টাফ সব সময় বাড়িতে পাচ্ছেন তিনি। সার্বক্ষণিক ড্রাইভারও তিনি পাবেন। ভ্রমণের জন্য তাঁকে দেওয়া হবে ব্যক্তিগত বিমান। আর সামাজিক মাধ্যমে সৌদি আরবকে নিয়ে প্রচারণামূলক প্রতি পোস্টের জন্য পাবেন পাঁচ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয় কোটি টাকা)।
৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
১ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
১ ঘণ্টা আগেমেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ ঘণ্টা আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২ ঘণ্টা আগে