আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।
আল হিলালের ম্যাচ মানেই যেন আলোচনায় নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে গত রাতটা ছিল ‘অম্লমধুর’। গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি ঠিকই। তবে সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। আল হিলালও হেসেখেলে জয় পেয়েছে।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিখে মুখোমুখি হয়েছিল আল হিলাল ও আল শাবাব। এই ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল আল হিলালের সামনে। ৩৭ মিনিটে পেনাল্টি নিয়েছিলেন নেইমার। তবে দুর্দান্তভাবে গোল সেভ করেছেন আল শাবাবের গোলরক্ষক কিম সিউং গিউ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
এ ছাড়া এই ম্যাচে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। আল হিলাল বল দখলে রেখেছিল ৪৯ শতাংশ। আর ৫১ শতাংশ বলের দখল ছিল আল শাবাবের। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে এগিয়ে ছিল আল হিলাল। আল হিলালের ছিল ৮ শট একটি ১টি শট করেছিল আল শাবাব। আর ম্যাচের প্রথম গোল আল হিলাল করে ৬৮ মিনিটে। নেইমারের অ্যাসিস্টে গোল করেন কালিদু কৌলিবালি। এরপর ৭৬ মিনিটে আল হিলালের দ্বিতীয় গোল করেন আলেকজান্ডার মিত্রোভিচ। শেষ পর্যন্ত আল শাবাবকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল।
ম্যাচ জয়ের পর টুইটারে ম্যাচের বেশ কিছু ছবি পোস্ট করেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘দারুণ ম্যাচ খেলেছি আমরা।’ ২-০ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আল হিলাল। ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট পেয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ১৯। ৮ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, হার ও ড্র ১টি করে। আল ইত্তিহাদে খেলছেন করিম বেনজামা।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৬ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৬ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৮ ঘণ্টা আগে