মেসি-রোনালদো না থাকলে ব্যালন ডি’অর জিততেন তাঁরা
২০০৮ থেকে ব্যালন ডি’অরের পৃথিবীতে শুরু হয় ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির রাজত্ব। সেই রাজত্ব এখনো চলছে। মাঝে একবার ২০১৮ সালে দেয়ালটা ভাঙতে পেরেছিলেন লুকা মদরিচ। ২০২০ সালে লেভানডফস্কির জেতার সম্ভাবনা থাকলেও গত বছর পুরস্কারটি দেওয়াই হয়নি।