আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি।
পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি।
সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’
তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।
আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন লিওনেল মেসি। পরতেন সাবেক ক্লাব বার্সেলোনাতে থাকার সময়েও। তবে পিএসজিতে আর্জেন্টাইন অধিনায়কের গায়ে উঠেছে ৩০ নম্বর জার্সি। ফরাসি ক্লাবটিতে ‘বিখ্যাত’ ১০ নম্বর জার্সি না পরার কারণ জানিয়েছেন মেসি।
পিএসজিতে ১০ নম্বর পরেন নেইমার। বন্ধু এবং প্রিয় সতীর্থ নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি দিতে চেয়েছিলেন। তবে সেটা গ্রহণ করেননি মেসি। গত সোমবার রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক। সেখানে দীর্ঘ সাক্ষাৎকারে মেসি জানান, নেইমারের প্রস্তাব ফিরিয়ে দেন, কারণ জার্সিটি সঠিক ব্যক্তির কাছে আছে বলে মনে করেন তিনি।
সাবেক ক্লাব বার্সায় দুজনের দারুণ বন্ধুত্বের কথা উল্লেখ করে মেসি বলেন, ‘১০ নম্বর জার্সি তারই (নেইমার) ছিল। আমি এখানে একটি নতুন দলে এসেছি তাদের সাহায্য করার জন্য। আমাকে সে এটা (১০ নম্বর জার্সি) দিতে চেয়েছিল, যা দারুণ একটি ব্যাপার। তবে নেইমারকে ভালোভাবে চিনি আমি এবং সে যে এমন কিছু করবে তা ভেবেছিলামও। আমরা বার্সেলোনায় একসঙ্গে সময় কাটিয়েছি এবং আমরা বন্ধু।’
তবে মেসির মনে হয়েছে, ১০ নম্বর জার্সিটি নেইমারের গায়ে থাকাটাই সঠিক। এ জন্য নিজে আরেকটি নম্বর বেছে নেওয়ার কথা জানান মেসি। বার্সার জার্সিতে অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে দেড় যুগের ক্যারিয়ারে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিতে এখনো নিজের সেরা রূপে হাজির হতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে চার গোল করেছেন মেসি।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৫ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
৪৩ মিনিট আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে