বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়েতে এসে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বছরটা ভাবে কাটিয়েছেন লিওনেল মেসি। এই বছরেই আর্জেন্টিনাকে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছেন। বছরের শেষে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর।
মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই আবার মেসির সমালোচনাও করেছেন। জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। কাফু অবশ্য বলছেন যোগ্য হিসেবেই এটা জিতেছেন মেসি। এক সাক্ষাৎকারে সাবেক এই ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘আমি সব সময় দুর্দান্ত ফুটবলারদের পছন্দ করি। লিওনেল মেসিও একজন দুর্দান্ত ফুটবলার। আমি তার অন্ধ ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর জিতেছে। একটা করে বছর কাটানোর পর সে আরও অভিজ্ঞ হয়। সেই সঙ্গে আরও ভালো ফুটবলার হয়ে উঠে।’
প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলা ভালোবাসে। ব্রাজিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভক্তের সংখ্যা কম নেই। কাফু বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলব? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে ব্রাজিলসহ পুরো বিশ্বের মানুষের চোখে প্রশান্তি এনে দেয়।
সর্বশেষ কোপায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। কাফু ২০২২ কাতার বিশ্বকাপেও শিরোপা নির্ধারণী ম্যাচেও এই দুই দলকে দেখতে চান, ‘সবার আশা, বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুই দল খেললে সেরা হবে। এটা শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্যই না, গোটা আমেরিকার জন্যই।’
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়েতে এসে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বছরটা ভাবে কাটিয়েছেন লিওনেল মেসি। এই বছরেই আর্জেন্টিনাকে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছেন। বছরের শেষে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর।
মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই আবার মেসির সমালোচনাও করেছেন। জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। কাফু অবশ্য বলছেন যোগ্য হিসেবেই এটা জিতেছেন মেসি। এক সাক্ষাৎকারে সাবেক এই ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘আমি সব সময় দুর্দান্ত ফুটবলারদের পছন্দ করি। লিওনেল মেসিও একজন দুর্দান্ত ফুটবলার। আমি তার অন্ধ ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর জিতেছে। একটা করে বছর কাটানোর পর সে আরও অভিজ্ঞ হয়। সেই সঙ্গে আরও ভালো ফুটবলার হয়ে উঠে।’
প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলা ভালোবাসে। ব্রাজিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভক্তের সংখ্যা কম নেই। কাফু বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলব? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে ব্রাজিলসহ পুরো বিশ্বের মানুষের চোখে প্রশান্তি এনে দেয়।
সর্বশেষ কোপায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। কাফু ২০২২ কাতার বিশ্বকাপেও শিরোপা নির্ধারণী ম্যাচেও এই দুই দলকে দেখতে চান, ‘সবার আশা, বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুই দল খেললে সেরা হবে। এটা শুধু আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্যই না, গোটা আমেরিকার জন্যই।’
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১১ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১১ ঘণ্টা আগে