গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শুরু
গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে এ কর্মসূচি পালিত হলেও এ মঞ্চে জাতীয় নাগরিক কমিটি, গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরসহ আওয়ামী বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতাদের এতে অংশগ্রহণ করেছেন।