Ajker Patrika

উলিপুরে ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
পুলিশের হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা শরিফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে গ্রেপ্তার যুবলীগ নেতা শরিফুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) গভীর রাতে পৌর শহরের আকতারুন্নাহার ক্লিনিকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ জানায়, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠি, লোহার রড, হকিস্টিক, রামদা, ছোরা ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারধর করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় শরিফুল ইসলাম বুলবুলকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মুন্সিপাড়া এলাকার ইব্রাহীম আলীর ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...