বায়ার্নের রেকর্ড ভাঙল জাবির লেভারকুসেন
বায়ার্ন মিউনিখের আধিপত্যে ভেঙে দিতে বুন্দেসলিগায় দুরন্ত গতিতে ছুটছে বেয়ার লেভারকুসেন। রেকর্ড টানা ১১ মৌসুম ধরে শিরোপা জেতা বায়ার্নকে হটিয়ে এবার প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পথে লেভারকুসেন। শিরোপার মতো আরও একটি জায়গায় বায়ার্নের আধিপত্য ছিনিয়ে নিয়েছে জাবি আলোনসোর অধীনে চমক দেখানো দলটি।