জোড়া গোল করে কেইন বললেন, কখনো হাল ছাড়বেন না
বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক