Ajker Patrika

দলের হারের দায় স্বীকার ইউনাইটেডের গোলরক্ষকের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ৩৬
দলের হারের দায় স্বীকার ইউনাইটেডের গোলরক্ষকের

ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন আন্দ্রে ওনানা। ইংলিশ ক্লাবের হয়ে ১২ মৌসুম গোলবারের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে খেলা দাভিদ দি হেয়ার জায়গা পূরণের কথা তাঁর।

কিন্তু সর্বশেষ মৌসুমের ছন্দ হারিয়ে হেয়ার জায়গা পূরণ তো দূরে থাক দলের হারের কারণ হয়ে দাঁড়াচ্ছেন ওনানা। গতকাল যেমন চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে শিশুতোষ এক ভুল করে বসলেন। যার খেসারত দিতে হয়েছে ইউনাইটেডকে। তাঁর ভুলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪–৩ গোলে হেরেছে রেড ডেভিলসরা।

ম্যাচ শেষে অবশ্য স্বীকার করেছেন ওনানা। তাঁর ভুলেই দল হেরেছে। ক্যামেরুনের গোলরক্ষক বলেছেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম। আমার ভুলের পর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমার জন্য পরিস্থিতি কঠিন ছিল। আমি দলকে হতাশ করেছি। আমার কারণেই ম্যাচটি দল জিততে পারিনি। তবে আমাদের এগিয়ে যেতে হবে। এমনই গোলরক্ষকদের জীবন।’

এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচেও ম্যানচেস্টার ইউনাইটেডের হারের জন্য ওনানাকে দায়ী করা হয়েছে। গতকাল ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে প্রথম গোলটিতে ভুল করে বসেন ইউনাইটেডের গোলরক্ষক। ২৮ মিনিটের সময় হ্যারি কেইনের সঙ্গে বল দেওয়া–নেওয়া করে বক্সের কাছাকাছি থেকে শট নেন লিরয় সানে। বাঁ প্রান্তে নিচু শট হলেও হাতের নাগালেই ছিল ওনানার। কিন্তু কীভাবে যেন ভুল করে বসলেন তিনি। হাত ফসকে জালে জড়িয়ে যায় বল।

ওনানার এই ভুলের পরেই ম্যাচে খেই হারিয়ে ফেলে ইউনাইটেড। হতাশায় মাটি থেকে উঠতেই পারছিলেন না তিনি। পরে সতীর্থ সের্হিও রেগুলন এসে তাঁকে উঠান। ৪ মিনিট পরেই দ্বিতীয় গোল হজম করে বসে মনোবল হারানো ইউনাইটেড। বায়ার্নের হয়ে এবার গোল করেন সার্জ নাব্রি। বিরতির পরে এক গোল শোধ দিলেও পর মুহূর্তেই আরেক গোল হজম করে রেড ডেবিলসরা। পেনাল্টি থেকে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের তৃতীয় গোল এনে দেন কেইন। আর ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করেন নতুন আসা রাসমুস হয়লুন্দ।

 ৮৮ মিনিটে কাসেমিরো গোল করে ইউনাইটেডের ব্যবধান ৩–২ এ কমিয়ে এনে ম্যাচ জমানোর চেষ্টা করলেও যোগ করা সময়ে গোল করে তাদের ম্যাচ থেকে ছিটকে দেন বায়ার্নের ফরোয়ার্ড ম্যাথিয়া টেল। ৯২ মিনিটে টেলের গোলের পর অবশ্য আরেকটি গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। এতে স্কোরশিট ৪–৩ হলে ওনানার ভুলের আক্ষেপ থেকে যায় ইউনাইটেডের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত