বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
বায়ার্ন মিউনিখ লিগ শিরোপা হারাতে বসলেও হাল ছাড়ছেন না হ্যারি কেইন। বাভারিয়ানদের অবস্থা যা-ই হোক না কেন, ইংলিশ ফুটবল ছেড়ে বুন্দেসলিগায় নিজের প্রথম মৌসুমেই আলো ছড়াচ্ছেন সাবেক টটেনহাম অধিনায়ক। গত রাতেও পেয়েছেন জোড়া গোল। তাঁর নৈপুণ্যে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় বায়ার্নও ২-১ গোলে জিতেছে লাইপজিগের বিপক্ষে।
এই মৌসুমে বুন্দেসলিগায় ২৫ গোল হয়ে গেল কেইনের, আর সব মিলিয়ে ৩১ গোল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে তাঁর চেয়ে বেশি গোল নেই আর কারও। কিন্তু তার পরও প্রথমবার লিগ জিততে পারবেন কি ইংলিশ ফরোয়ার্ড? প্রিমিয়ার লিগে লম্বা ক্যারিয়ারে ব্যক্তিগত নৈপুণ্যের অনেক পুরস্কার জিতলেও দলীয় কোনো শিরোপা নেই। বায়ার্নে যোগ দিয়েছিলেন সেই অভাবটা পূরণ করতে। কিন্তু কেইন জার্মানিতে আসার পর বাভারিয়ানরা টানা ১১ মৌসুম পর লিগ হারাতে বসেছে।
তবে হাল ছাড়ছেন না কেইন। লাইপজিগের বিপক্ষে যোগ করা প্রথম মিনিটে দলের জয়সূচক গোলটি করে জানিয়ে দিয়েছেন, বায়ার্ন কখনো হাল ছাড়ে না। ম্যাচ শেষে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘যা করছি আমাদের তা করে যাওয়া প্রয়োজন। এই ম্যাচ জিতে ভালো হলো এবং বছর শেষ না হওয়ার আগ পর্যন্ত আমাদের দৌড়ানো প্রয়োজন। আমরা কখনো হাল ছাড়ব না, কখনো থামব না।’
এই জয়ে লিগে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার লেভারকুসেনের সঙ্গে ৮-এ নামিয়ে আনল বায়ার্ন। দুই দলের আরও ১১ রাউন্ড করে বাকি। পাঁচে থাকা লাইপজিগের পয়েন্ট ২৩ ম্যাচে ৪০।
ব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
২৭ মিনিট আগেঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলারদের ইচ্ছেমতো পিটিয়েছেন নুরুল হাসান সোহান-মাহিদুল ইসলাম অঙ্কন। ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, তাঁরা মেরেছেন একের পর এক বাউন্ডারি। দুই ব্যাটারই তুলে নিয়েছেন সেঞ্চুরি। জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দল করেছে রানের পাহাড়।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি আজ রাতে দ্বিতীয় লেগে খেলতে নামবে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে পিএসজি-আর্সেনাল দ্বিতীয় লেগের ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে