আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই ‘মাদকসম্রাজ্ঞীর’ বিষপান!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার এড়াতে পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমি আক্তার (২৫) নামের এক নারী। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় এই ঘটনা ঘটে। ওই নারী এখন ঢাকায় চিকিৎসাধীন। পুলিশের দাবি, তিনি এলাকায় চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।