হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে কিশোর গ্যাংয়ের ক্রমাগত নির্যাতন সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে গতকাল শনিবার সকালে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ছাত্রীর নাম মাসুমা আক্তার (১৪)। সে উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে। পড়ত আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে।
মাসুমার পারিবারিক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে নয়নের নেতৃত্বে একটি কিশোর গ্যাং নিয়মিত মাসুমাকে উত্ত্যক্ত করত। গত শুক্রবার দুপুরে সে গান শিখতে যায়। সেখানে নয়নের নেতৃত্বে ইমন, বিজয়, আরমান নামের চার বখাটে বিদ্যালয়ের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও মাসুমার হাত ধরে টানাটানি করে এবং ভাবি বলে সম্বোধন করে। এ ঘটনার পর বাড়িতে ফিরে সন্ধ্যার পর বিষপান করে মাসুমা। স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সকালে সে মারা যায়।
মাসুমা আক্তারের মা মাসকুরা বেগমের অভিযোগ, এক বছর ধরে নয়নের নেতৃত্বে বখাটেরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মাসুমাকে উত্ত্যক্ত করে আসছিল। তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও কোনো লাভ হয়নি। শুক্রবার বিকেলে গান শেখার স্কুল থেকে ফিরে মাসুমা মন খারাপ করে চুপচাপ বসে ছিল। অপমান সইতে না পেরে সন্ধ্যায় সে বিষপান করে।
বাবা মরতুজ আলী মেয়ের এ পরিণতির জন্য নয়নসহ অন্য বখাটেদের উপযুক্ত বিচার দাবি করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় আন্দিউড়া গ্রামে মাসুমা আক্তারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। শনিবার রাতেই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত নয়নের মা-বাবা ও আত্মীয়-স্বজন গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
হবিগঞ্জের মাধবপুরে কিশোর গ্যাংয়ের ক্রমাগত নির্যাতন সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে গতকাল শনিবার সকালে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া ছাত্রীর নাম মাসুমা আক্তার (১৪)। সে উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে। পড়ত আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে।
মাসুমার পারিবারিক ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দিউড়া গ্রামের মুন পাঠানের ছেলে নয়নের নেতৃত্বে একটি কিশোর গ্যাং নিয়মিত মাসুমাকে উত্ত্যক্ত করত। গত শুক্রবার দুপুরে সে গান শিখতে যায়। সেখানে নয়নের নেতৃত্বে ইমন, বিজয়, আরমান নামের চার বখাটে বিদ্যালয়ের কক্ষে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। পরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও মাসুমার হাত ধরে টানাটানি করে এবং ভাবি বলে সম্বোধন করে। এ ঘটনার পর বাড়িতে ফিরে সন্ধ্যার পর বিষপান করে মাসুমা। স্বজনরা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সকালে সে মারা যায়।
মাসুমা আক্তারের মা মাসকুরা বেগমের অভিযোগ, এক বছর ধরে নয়নের নেতৃত্বে বখাটেরা বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মাসুমাকে উত্ত্যক্ত করে আসছিল। তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও কোনো লাভ হয়নি। শুক্রবার বিকেলে গান শেখার স্কুল থেকে ফিরে মাসুমা মন খারাপ করে চুপচাপ বসে ছিল। অপমান সইতে না পেরে সন্ধ্যায় সে বিষপান করে।
বাবা মরতুজ আলী মেয়ের এ পরিণতির জন্য নয়নসহ অন্য বখাটেদের উপযুক্ত বিচার দাবি করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ময়নাতদন্তের পর শনিবার সন্ধ্যায় আন্দিউড়া গ্রামে মাসুমা আক্তারের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। শনিবার রাতেই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত নয়নের মা-বাবা ও আত্মীয়-স্বজন গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
২ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
৯ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫