Ajker Patrika

ইডেনে বিষপানে ক্যানটিন বয়ের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১: ০৭
ইডেনে বিষপানে ক্যানটিন বয়ের মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের ভেতরে বিষপানে আব্দুল করিম (১৭) নামের এক ক্যানটিন বয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

মৃত করিমের সহকর্মী মো. মাহফুজ জানায়, দুপুরে ক্যানটিনের কাজ শেষ করে বেলা ৩টার দিকে বাইরের দোকানে যায়। ২০ মিনিট পরে ফিরে এসে ইডেন কলেজের ভেতরেই জেবুন্নেছা হলের সামনে অচেতন হয়ে পড়ে যায়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

মাহফুজ আরও জানায়, হাসপাতালে নিয়ে আসার সময় তার লুঙ্গির কোমরে ইঁদুর মারার ওষুধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সে ইঁদুর মারার ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু কেন সে এই ওষুধ খেয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি। 

আব্দুল করিমের দুলাভাই মো. সোহেল বলেন, ‘তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাগমারা গ্রামে। বাবার নাম আবুল হোসেন। বর্তমানে সে ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা হলে থাকত এবং ক্যানটিন বয়ের কাজ করত। বিকেলে জানতে পারি করিম বিষজাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়েছে। পরে হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাই। তবে কেন সে বিষ পান করেছে তা আমাদের জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত