Ajker Patrika

রাজশাহীতে বিষপানে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৭: ১৭
রাজশাহীতে বিষপানে স্বামী-স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজশাহীতে বিষপানে এক দম্পতির ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।

গতকাল রোববার রাতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা খাতুন (২০) ও আজ সোমবার সকালে মো. সজলের (২২) মৃত্যু হয়। এই দম্পতির বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়া মহল্লায়। 

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সজল তাঁর বাবা সোহেলের সঙ্গে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যায় বাবার সঙ্গে সজলের ঝগড়া হয়। পরে রাতে একসঙ্গে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই দম্পতি। খবর পেয়ে পরিবারের লোকজন রাতে তাঁদের রামেক হাসপাতালে ভর্তি করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। আর সজল মারা যান আজ সকালে। 

ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত