আত্মহত্যার ফেরিওয়ালাকে ইউক্রেনে শনাক্ত করল বিবিসি
বলা হচ্ছে, যুক্তরাজ্যের অন্তত ১৩০টি আত্মহত্যার সঙ্গে সম্পৃক্ত একটি বিষ বিক্রি করে আসছিলেন ইউক্রেনের বাসিন্দা লিওনিড জাকুটেঙ্কু। আত্মহত্যাকে উৎসাহিত করে একটি ওয়েবসাইটে তিনি তাঁর পরিষেবার প্রচারণা চালিয়ে আসছিলেন।