Ajker Patrika

প্রেমিকসহ আটক কিশোরীর থানায় বিষপান

তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রেমিকসহ আটক কিশোরীর থানায় বিষপান

রাজশাহীর তানোর থানায় পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিষপান করেছে এক কিশোরী। পরে হাসপাতালে নিয়ে ওয়াশ করে তাঁকে সুস্থ করে তোলা হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। 

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় তানোর থানায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, তানোর পৌরশহরের একটি গ্রামের বাসিন্দা ওই হিন্দু কিশোরী আসন্ন এসএসসি পরীক্ষার্থী। সম্প্রতি উপজেলার বনকেশর গ্রামের আলামিন (২৫) নামের এক সন্তানের বাবার সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমে জড়িয়ে পড়ে সে। 

গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই কিশোরী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ আলামিন এবং ওই কিশোরীকে ঢাকা থেকে আটক করে রোববার বিকেলে থানায় নিয়ে আসে। 

থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় কিশোরীকে, আর হাজতখানায় রাখা হয় আলামিনকে। আলামিনকে রেখে পরিবারের সঙ্গে যেতে ওই কিশোরীকে চাপ দেয় পরিবার ও পুলিশ। এ সময় কৌশলে বাথরুমে গিয়ে কিশোরী সঙ্গে থাকা বিষের বোতল থেকে পান করে। 

টের পেয়ে পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পেট ওয়াশ করে বিষ বের করে ফেলেন। প্রাণে বেঁচে যায় কিশোরী। তাকে ভর্তি করিয়ে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। 

চিকিৎসাধীন ওই কিশোরী বলে, ‘আমি আলামিনকে ভালোবাসি। তার সঙ্গেই যেতে চাই।’ 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আলামিন নামের এক যুবক ও কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই কিশোরীর পেট ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত