সিলেট বিশ্বনাথের সাত ইউনিয়নের ৮০ ভাগ মানুষ পানিবন্দী
সিলেটের বিশ্বনাথ সদর উপজেলায় বন্যার পানিতে সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের শতকরা ৮০ ভাগ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ফের প্লাবিত হয়েছে লামাকাজি, রামপাশা, খাজাঞ্চি, দৌলতপুর দশঘর ও অলংকারি ইউনিয়নের অধিকাংশই। খাজাঞ্চি-কামালবাজার সড়কসহ খাজাঞ্চি রেলওয়ে স্টেশন, হাটবাজার ও সব কটি সড়ক পানিতে তলিয়ে গেছে।