Ajker Patrika

নৌকাকে হারিয়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র হলেন মুহিব

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৯: ৪০
নৌকাকে হারিয়ে বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র হলেন মুহিব

সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম মেয়র হয়েছেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মুহিবুর রহমান। আজ বুধবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ফারুক আহমদকে ৫ হাজার ২১৫ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন মুহিবুর রহমান। তিনি ১৯৮৫ সালে বিশ্বনাথ উপজেলা পরিষদেরও প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ২০টি কেন্দ্রের মধ্যে দুই-একটিতে তুচ্ছ ঘটনা ছাড়া প্রায় সব কটিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (জগ প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৪৭৪। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ (নৌকা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বিশ্বনাথ পৌরসভায় মোট ভোটার রয়েছে ৩৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ১৯১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত