বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান মারিয়া। নিজ দেশ থেকে ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে।
পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
অবশ্য এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার থেকেই চলছে উৎসব ও ভূরিভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে আব্রাহাম হাসান নাঈমের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার। প্রথমে মারিয়া আব্রাহামকে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হননি আব্রাহাম। গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষের কাছে ছুটে আসেন মারিয়া। এরপর আজ মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
আব্রাহাম-মারিয়ার বিয়ে উপলক্ষে পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় পুরো বাড়ি। আমন্ত্রণ জানানো হয় শ্রীধরপুর গ্রামসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত এলাকাবাসী। তাঁদের অনেকেই জানান, বিশ্বনাথে এমন রাজকীয় বিয়ের আয়োজন খুব কমই দেখা গেছে। আয়োজনের সবকিছুই ছিল ব্যতিক্রম।
আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতিন বলেন, ‘মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি পিএইচডি গবেষণা করছেন। শিগগিরই জার্মানি থেকে মারিয়ার মা-বাবা বাংলাদেশে আসবেন।’
নবদম্পতি বলেন, ‘সারা জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সে জন্যে সবার দোয়া চাই।’
জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান মারিয়া। নিজ দেশ থেকে ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে।
পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে। আজ বৃহস্পতিবার রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা।
অবশ্য এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার থেকেই চলছে উৎসব ও ভূরিভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।
সরেজমিনে গিয়ে জানা যায়, বিশ্বনাথের এক ব্যক্তির মাধ্যমে মারিয়ার সঙ্গে আব্রাহাম হাসান নাঈমের পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়ের পরিবার সিদ্ধান্ত নেয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার। প্রথমে মারিয়া আব্রাহামকে জার্মানিতে যাওয়ার প্রস্তাব দেন। তাতে রাজি হননি আব্রাহাম। গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষের কাছে ছুটে আসেন মারিয়া। এরপর আজ মুসলিম রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
আব্রাহাম-মারিয়ার বিয়ে উপলক্ষে পারিবারিকভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় পুরো বাড়ি। আমন্ত্রণ জানানো হয় শ্রীধরপুর গ্রামসহ আশপাশের গ্রামের বাসিন্দাদের। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত এলাকাবাসী। তাঁদের অনেকেই জানান, বিশ্বনাথে এমন রাজকীয় বিয়ের আয়োজন খুব কমই দেখা গেছে। আয়োজনের সবকিছুই ছিল ব্যতিক্রম।
আব্রাহামের চাচাতো ভাই আবদুল বাতিন বলেন, ‘মারিয়া জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি পিএইচডি গবেষণা করছেন। শিগগিরই জার্মানি থেকে মারিয়ার মা-বাবা বাংলাদেশে আসবেন।’
নবদম্পতি বলেন, ‘সারা জীবন যেন আমরা একসঙ্গে থাকতে পারি। সে জন্যে সবার দোয়া চাই।’
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার (৭০) উপজেলার মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের বাসিন্দা
৩ মিনিট আগেএনসিপি আগামী বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চায়—হয় সরকারি দল হিসেবে, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে। তবে জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হওয়ার জন্য এনসিপি রাজনীতি করছে না।
৬ মিনিট আগেএবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা। বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এ বইমেলা। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে আজ সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে...
১ ঘণ্টা আগেজনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে