ওয়েড জানতেন, কীভাবে জিততে হয়
অস্ট্রেলিয়ানরা হারার আগে হারে না—প্রচলিত কথাটা ধ্রুব সত্য হয়ে গেছে অনেক আগেই। তা ম্যাথু ওয়েডও তো একজন অস্ট্রেলিয়ান। তিনিই-বা কেন বিনা যুদ্ধে হার মানবেন? মাত্র ১৬ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, সেই যুদ্ধে হার মানেননি। আরেকবার যখন ক্যারিয়ার বাঁচানোর প্রশ্ন উঠে গেছে, এবারও ওয়েড জয়ীর বেশেই ফিরলেন