Ajker Patrika

ফাইনালে অস্ট্রেলিয়া, ‘কৃতিত্ব’ পাচ্ছে বাংলাদেশ

ফাইনালে অস্ট্রেলিয়া, ‘কৃতিত্ব’ পাচ্ছে বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও এই সংস্করণে এখনো বিশ্বকাপ জেতা হয়নি তাদের। দুবাইয়ে আগামী রোববার প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল। তবে এবারের বিশ্বকাপে খুব একটা গোনায় ছিল না অস্ট্রেলিয়া।

বিশ্বকাপের আগে টানা পাঁচটি সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এর মধ্যে এ বছরই তিনটি। আগস্টে বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল ফিঞ্চের দল। এই দুই সফর থেকে পাওয়া শিক্ষাই বিশ্বকাপে কাজে লেগেছে বলে জানালেন জাস্টিন ল্যাঙ্গার।

ল্যাঙ্গার বলেছেন, ‘স্কোয়াডের ওপর আমাদের অনেক বেশি আস্থা ছিল। একই সঙ্গে বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি নিয়েছি সেটার ওপরও বিশ্বাস ছিল। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর ছিল আমাদের জন্য অনেক বড় শিক্ষা। দুটি সফর থেকেই আমাদের দলের গভীরতা অনেক বেশি বেড়েছে।’ এই অস্ট্রেলিয়া কোচ মনে করেন, বিশ্বকাপের আগে যে বাজে পরিস্থিতি গেছে, সেটা থেকে উত্তরণের রাস্তা খুঁজে পেয়েছেন তাঁরা। 

নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতিতে লাল বলের পেসার জশ হ্যাজেলউড টি-টোয়েন্টিতে নিয়মিত খেলেছেন। একই কারণে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে তিনে খেলানো হয় মিচেল মার্শকে। ল্যাঙ্গার জানিয়েছেন, হ্যাজেলউড বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সফর থেকে দারুণ ম্যাচ প্র্যাকটিস করেছেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন। একই সঙ্গে অলরাউন্ডার মার্শ নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত