কোহলিদের কাঁদানোর রাতে যত রেকর্ড ওলটপালট করল হায়দরাবাদ
রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্যই—বহু ক্লিশে এই কথা ক্রীড়াঙ্গনে শোনা যায় বারবার। বিশেষ করে, এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ যা শুরু করেছে, তাতে এমন কথা চলে আসছে বারবার। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা ভিডিও গেমসের মতো। প্রতিপক্ষ দলগুলো পাল্লা দিলেও পেরে উঠছে না।