Ajker Patrika

বাবরের সামনে এখন শুধুই কোহলি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ মে ২০২৪, ১৪: ২৫
Thumbnail image

বিরাট কোহলির সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন বাবর আজম। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে যেভাবে রান করছেন বাবর, তাতে কোহলির সঙ্গে তাঁর (বাবর) তুলনা চলছে স্বাভাবিকভাবেই। অনেক রেকর্ডে কোহলিকে পেছনেও ফেলেছেন বাবর। এবার একটি রেকর্ডে শীর্ষে ওঠার লড়াইয়ে বাবর নিঃশ্বাস ফেলছেন কোহলির ঘাড়ে।

ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গত রাতে শেষ হয়েছে লন্ডনের ওভালে। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১২৩ রান করেছেন জস বাটলার। বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন বাবর। ব্যাটিং গড়েছেন ১৪১.৬৬ স্ট্রাইকরেটে। কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে বাবর করেছেন ৪০২৩ রান। ৪০৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী পড়েছে একই গ্রুপে। দল দুটি মুখোমুখি হবে ৯ জুন। তার আগে ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।  ৬ জুন পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোহলির কাছে সুযোগ থাকছে বাবরের থেকে ব্যবধান বাড়ানোর। এমনকি রোহিত শর্মারও সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ দুই রানসংগ্রাহকের একজন হওয়ার। ভারতের জার্সিতে ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করে এই তালিকায় তিনে আছেন রোহিত।    

ইংল্যান্ড-পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি চার ম্যাচের হলেও হয়েছে কেবল দুই ম্যাচ। বৃষ্টির বাগড়ায় দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ওভালে গত রাতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পাকিস্তান ১৯.৫ ওভারে করেছে ১৫৭ রান। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ। ৪ ওভার বোলিং করে ২৭ রানে নেন ২ উইকেট। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
 
                                                রান          ইনিংস
বিরাট কোহলি (ভারত)              ৪০৩৭         ১০৯
বাবর আজম (পাকিস্তান)          ৪০২৩          ১১২
রোহিত শর্মা (ভারত)                 ৩৯৭৪          ১৪৩
পল স্টার্লিং (আয়ারল্যান্ড)         ৩৫৮৯          ১৪১
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)   ৩৫৩১          ১১৮

৩০ মে ইংল্যান্ড-পাকিস্তান চতুর্থ টি-টোয়েন্টি পর্যন্ত

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত