বিরাট কোহলির সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন বাবর আজম। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে যেভাবে রান করছেন বাবর, তাতে কোহলির সঙ্গে তাঁর (বাবর) তুলনা চলছে স্বাভাবিকভাবেই। অনেক রেকর্ডে কোহলিকে পেছনেও ফেলেছেন বাবর। এবার একটি রেকর্ডে শীর্ষে ওঠার লড়াইয়ে বাবর নিঃশ্বাস ফেলছেন কোহলির ঘাড়ে।
ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গত রাতে শেষ হয়েছে লন্ডনের ওভালে। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১২৩ রান করেছেন জস বাটলার। বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন বাবর। ব্যাটিং গড়েছেন ১৪১.৬৬ স্ট্রাইকরেটে। কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে বাবর করেছেন ৪০২৩ রান। ৪০৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী পড়েছে একই গ্রুপে। দল দুটি মুখোমুখি হবে ৯ জুন। তার আগে ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৬ জুন পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোহলির কাছে সুযোগ থাকছে বাবরের থেকে ব্যবধান বাড়ানোর। এমনকি রোহিত শর্মারও সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ দুই রানসংগ্রাহকের একজন হওয়ার। ভারতের জার্সিতে ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করে এই তালিকায় তিনে আছেন রোহিত।
ইংল্যান্ড-পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি চার ম্যাচের হলেও হয়েছে কেবল দুই ম্যাচ। বৃষ্টির বাগড়ায় দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ওভালে গত রাতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পাকিস্তান ১৯.৫ ওভারে করেছে ১৫৭ রান। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ। ৪ ওভার বোলিং করে ২৭ রানে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
রান ইনিংস
বিরাট কোহলি (ভারত) ৪০৩৭ ১০৯
বাবর আজম (পাকিস্তান) ৪০২৩ ১১২
রোহিত শর্মা (ভারত) ৩৯৭৪ ১৪৩
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ৩৫৮৯ ১৪১
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৩৫৩১ ১১৮
৩০ মে ইংল্যান্ড-পাকিস্তান চতুর্থ টি-টোয়েন্টি পর্যন্ত
আরও পড়ুন:
বিরাট কোহলির সাত বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন বাবর আজম। ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে যেভাবে রান করছেন বাবর, তাতে কোহলির সঙ্গে তাঁর (বাবর) তুলনা চলছে স্বাভাবিকভাবেই। অনেক রেকর্ডে কোহলিকে পেছনেও ফেলেছেন বাবর। এবার একটি রেকর্ডে শীর্ষে ওঠার লড়াইয়ে বাবর নিঃশ্বাস ফেলছেন কোহলির ঘাড়ে।
ইংল্যান্ড-পাকিস্তান চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গত রাতে শেষ হয়েছে লন্ডনের ওভালে। টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১২৩ রান করেছেন জস বাটলার। বাটলারের পর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেছেন বাবর। ব্যাটিং গড়েছেন ১৪১.৬৬ স্ট্রাইকরেটে। কোহলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে বাবর করেছেন ৪০২৩ রান। ৪০৩৭ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলি সর্বোচ্চ রানসংগ্রাহক।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান দুই চিরপ্রতিদ্বন্দ্বী পড়েছে একই গ্রুপে। দল দুটি মুখোমুখি হবে ৯ জুন। তার আগে ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৬ জুন পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। কোহলির কাছে সুযোগ থাকছে বাবরের থেকে ব্যবধান বাড়ানোর। এমনকি রোহিত শর্মারও সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ দুই রানসংগ্রাহকের একজন হওয়ার। ভারতের জার্সিতে ১৪৩ ইনিংসে ৩৯৭৪ রান করে এই তালিকায় তিনে আছেন রোহিত।
ইংল্যান্ড-পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি চার ম্যাচের হলেও হয়েছে কেবল দুই ম্যাচ। বৃষ্টির বাগড়ায় দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। ওভালে গত রাতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে পাকিস্তান ১৯.৫ ওভারে করেছে ১৫৭ রান। রান তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৫৮ রান করে ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের ২-০ ব্যবধানে সিরিজ জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আদিল রশিদ। ৪ ওভার বোলিং করে ২৭ রানে নেন ২ উইকেট।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
রান ইনিংস
বিরাট কোহলি (ভারত) ৪০৩৭ ১০৯
বাবর আজম (পাকিস্তান) ৪০২৩ ১১২
রোহিত শর্মা (ভারত) ৩৯৭৪ ১৪৩
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) ৩৫৮৯ ১৪১
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) ৩৫৩১ ১১৮
৩০ মে ইংল্যান্ড-পাকিস্তান চতুর্থ টি-টোয়েন্টি পর্যন্ত
আরও পড়ুন:
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৭ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৮ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৯ ঘণ্টা আগে