Ajker Patrika

ভারতীয় দলে নেই রোহিত-কোহলি

ভারতীয় দলে নেই রোহিত-কোহলি

জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দলে রয়েছে পাঁচ নতুন মুখ। রাখা হয়নি নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াসহ তারকা ক্রিকেটারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই সিরিজ হওয়ায় শারীরিক ধকল বিবেচনায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। 

জিম্বাবুয়ে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়কত্ব করবেন শুভমান গিল। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন আইপিএল দুর্দান্ত পারফরম করা অভিষেক শর্মা, রিয়ান পরাগ, নিতীশ রেড্ডি, ধ্রুব জুরেল ও তুষার দেশপান্ডে। 

আগামী ৬ জুলাই শুরু হবে জিম্বাবুয়ে-ভারতের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই হবে হারারে ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচ খেলার পর দিনই দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। বাকি তিন টি-টোয়েন্টি হবে ১০,১৩ ও ১৪ জুলাই। শেষ ম্যাচ হালেও প্রথম চার ম্যাচই হবে দিনের আলোয়। 

জিম্বাবুয়ে সিরিজের পর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তারপর নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি টেস্ট। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে ৪টি টি-টোয়েন্টি। 

ভারতের জিম্বাবুয়ের সফরের দল: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নিতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার ও তুষার দেশপান্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত