Ajker Patrika

নতুন রেকর্ডের জন্য কোহলির ৭৬ রানের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২৪, ১৯: ৩৭
Thumbnail image

করতে হবে ৭৬ রান—সেটি আর এমনকি বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটারের জন্য! এই রানটুকু করলেই নতুন রেকর্ড গড়বেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রানের মাইলফলকের চূড়া স্পর্শ করবেন ভারতীয় ব্যাটার।

আজ রাতেই এই কীর্তি গড়ে ফেলতে পারেন কোহলি। তবে রেকর্ডের চেয়েও ৩৫ বছর বয়সী ব্যাটারের চোখ এখন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের দিকে। এবারের আইপিএলের প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে আজ মহেন্দ্র সিং ধোনিদের বিপক্ষে জিততেই হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। জিতলেই হবে না। কোহলিদের মেলাতে হবে কয়েকটি সমীকরণও।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের হিসেবে সমীকরণটা এমন—বেঙ্গালুরু আগে ব্যাটিং করে ২০০ রান করলে জিততে হবে ১৮ রানের ব্যবধানে। আর পরে ব্যাটিং করলে জিততে হবে ১১ বল হাতে রেখে। অর্থাৎ, বেঙ্গালুরু যদি ২০০ রান করে, তবে চেন্নাইকে থামাতে হবে ১৮২ রানের মধ্যে। আর পরে ব্যাটিং করে যদি ২০০ রান করে, তবে তাদের ২০১ রান করতে হবে ১১ বল হাতে রেখে। যদি স্কোর সমান করার পর ২০০ রানে দাঁড়িয়ে একটি ছয় মারতে পারে, তবে ৮ বল হাতে রেখে জিতলেও চলবে বেঙ্গালুরুর।

বৃষ্টির কারণে ‘বাঁচা-মরার’ ম্যাচটি যদি পাঁচ ওভারে নেমে আসে সে ক্ষেত্রে কোহলিরা যদি ৭৫ রানের লক্ষ্য দেয়, তবে চেন্নাইকে ৫৭ বা তার কম রানের মধ্যে আটকে ফেলতে হবে। আর চেন্নাই যদি ৭৫ রানের লক্ষ্য দেয়, তবে নেট রান বাড়াতে বেঙ্গালুরুকে সেটি ৩.১ ওভারের মধ্যে তাড়া করে জিততে হবে। কিন্তু কোহলিদের সেরা চারে যাওয়ার আশাকে ভেস্তে দিতে পারে বৃষ্টি। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি পরিত্যক্ত হলে প্লে অফ নিশ্চিত করবেন ধোনিরা। চেন্নাই ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে চারে। তাদের নেট রানরেট—‍+০.৫২৮। বেঙ্গালুরু ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে ৭ নম্বর। তাদের নেট রানরেট—‍+০.৩৮৭।

এবারের আইপিএলে ১৩ ইনিংসে ৬৬১ রান করেছেন কোহলি। সর্বোচ্চ স্কোরারের তালিকাতেও শীর্ষে তিনি। আইপিএল ক্যারিয়ারে শুধু বেঙ্গালুরুর হয়ে খেলে যাওয়া এই ব্যাটার ২৮২ ইনিংসে করেছেন ৭৯২৪ রান। 
 
আইপিএলে সবচেয়ে বেশি রান
 
                             রান        ইনিংস
বিরাট কোহলি       ৭৯২৪      ২৪২ 
শিখর ধাওয়ান       ৬৭৬৯     ২২১ 
রোহিত শর্মা          ৬৬২৮    ২৫২ 
ডেভিড ওয়ার্নার    ৬৫৬৫    ১৮৪ 
সুরেশ রায়না         ৫৫২৮     ২০০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত