প্রতিশোধ নিতে সিরিয়ায় বিমান হামলা চালাল মার্কিন সেনাবাহিনী
পূর্ব সিরিয়ার দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। পেন্টাগন জানিয়েছে, শুক্রবার ভোরে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এ সপ্তাহের শুরুতে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।