পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আজ বৃহস্পতিবার একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালনের প্রস্তাব দিয়েছে চীন। একে অপরের সীমান্ত পাড়ি দিয়ে বিমান হামলার জের ধরে ইরান ও পাকিস্তান উভয় দেশে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং এই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় চার শিশু ও তিন নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত কয়েকটি আস্তানাকে লক্ষ্য তারা বিমান হামলা চালিয়েছে। তবে তেহরান সন্ত্রাসী আস্তানার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
এর আগে পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে এই হামলায় ২ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং প্রত্যেকে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে তারা বহিষ্কার করেছে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে এবার এগিয়ে এসেছে চীন। উভয় পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো আহ্বান জানিয়েছে দেশটি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, পাকিস্তান ও ইরান শান্ত ও সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াবে।’
তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষের প্রয়োজন হয়, আমরা পরিস্থিতি শান্ত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।’
ইরান ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই চীনের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানে সম্পদ আহরণ এবং অবকাঠামো প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে তারা। বিশেষ করে অশান্ত বেলুচিস্তান প্রদেশে, যেখানে বিমান হামলা চালিয়েছে ইরান।
আরেকটি বিষয় হলো, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং সাংহাই সহযোগিতা সংস্থা সহ চীনের নেতৃত্বাধীন বেশ কয়েকটি আঞ্চলিক উদ্যোগের সদস্য পাকিস্তান এবং ইরান। এ অবস্থায় দেশ দুটিকে শান্ত করতে ভূমিকা রাখতে চাইছে চীন।
পাকিস্তান ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে আজ বৃহস্পতিবার একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালনের প্রস্তাব দিয়েছে চীন। একে অপরের সীমান্ত পাড়ি দিয়ে বিমান হামলার জের ধরে ইরান ও পাকিস্তান উভয় দেশে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে এবং এই উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় চার শিশু ও তিন নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, সন্ত্রাসী সংগঠনগুলোর দ্বারা ব্যবহৃত কয়েকটি আস্তানাকে লক্ষ্য তারা বিমান হামলা চালিয়েছে। তবে তেহরান সন্ত্রাসী আস্তানার বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
এর আগে পাকিস্তানের সীমান্তের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালিয়েছিল ইরান। তারা দাবি করেছিল, জইশ আল-আদল নামে একটি সুন্নি সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে এই হামলায় ২ শিশু নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
এ অবস্থায় দুই পক্ষই আন্তর্জাতিক আইন লঙ্ঘনকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং প্রত্যেকে একে অপরকে তার আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। গত বুধবার ইরান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদ থেকেও ইরানি রাষ্ট্রদূতকে তারা বহিষ্কার করেছে।
ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে এবার এগিয়ে এসেছে চীন। উভয় পক্ষকে উত্তেজনা আর না বাড়ানো আহ্বান জানিয়েছে দেশটি। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, পাকিস্তান ও ইরান শান্ত ও সংযম প্রদর্শন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়াবে।’
তিনি আরও বলেন, ‘যদি উভয় পক্ষের প্রয়োজন হয়, আমরা পরিস্থিতি শান্ত করতে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।’
ইরান ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই চীনের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। পাকিস্তানে সম্পদ আহরণ এবং অবকাঠামো প্রকল্পে প্রচুর বিনিয়োগ করেছে তারা। বিশেষ করে অশান্ত বেলুচিস্তান প্রদেশে, যেখানে বিমান হামলা চালিয়েছে ইরান।
আরেকটি বিষয় হলো, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প এবং সাংহাই সহযোগিতা সংস্থা সহ চীনের নেতৃত্বাধীন বেশ কয়েকটি আঞ্চলিক উদ্যোগের সদস্য পাকিস্তান এবং ইরান। এ অবস্থায় দেশ দুটিকে শান্ত করতে ভূমিকা রাখতে চাইছে চীন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
৩ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
৩ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৬ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৬ ঘণ্টা আগে