নিওম শহর প্রকল্প বাঁচাতে চীনের দ্বারস্থ সৌদি আরব
নিওম শহর প্রকল্প নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যে এবার এটির একটি ডিজিটাল প্রদর্শনী (রোডশো) নিয়ে চীনে গেছে সৌদি আরব। সোমবার বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহেই নিওম শহরের কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশটির বেইজিং, সাংহাই এবং হংকং সফর করেছেন।