বেছে বেছে হত্যা করে অস্ত্রধারীরা, বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা
গত ১১ মার্চ, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) সন্ত্রাসীরা কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে মাশকাফ টানেলের কাছে জাফর এক্সপ্রেসে হামলা চালায় এবং প্রায় ৪৪০ জন আরোহীকে জিম্মি করে। এটি ছিল এক নজিরবিহীন ঘটনা—আগে সন্ত্রাসীরা রেললাইনে বোমা মেরে ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও, পুরো একটি