বিজয় দিবসে হোটেল লো মেরিডেয়ানে ছবি আঁকল শিশু-কিশোরেরা
বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য ‘জয়ধ্বনি’ শীর্ষক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডেয়ানে। লো মেরিডেয়ান আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের সৃজনশীল মানচিত্র অথবা পটচিত্র-বাঘ, শাপলা, দোয়েল, ইলিশ, কাঁঠাল এবং বাংলাদেশের পতাকা।