নেতা-কর্মীদের ‘সরকারের উসকানিতে’ কান না দিতে বললেন খন্দকার মোশাররফ
খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে যখন সরকার দেখছে তাদের দিন শেষ, তখন দেশে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। ক্ষমতায় থাকতে এই গায়ের জোরের সরকার মিথ্যাচার করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা (সরকার) বলে আমরা নাকি সন্ত্রাস করতে চাই। সন্ত্রাস যদি করে থাকে, তা আওয়ামী লীগ করেছে।’