শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান না দেওয়ায় অভিযোগ এনে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এমএইচ কলেজ মাঠে আয়োজিত বিজয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের পর হঠাৎ সভা বর্জন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বক্তব্যে তাঁরা কেউ জয় বাংলা বলেননি। তাই আমরা অনুষ্ঠান বর্জন করে বের হয়ে আসি। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় এটা জাতীয় স্লোগান।’
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘আমরা দেশকে মনে প্রাণে ভালোবাসি। হয়তো মিস হয়ে গেছে। এই স্লোগান আমাদের অন্তরে আছে। আর এমপি মহোদয় নিজেই বীর মুক্তিযোদ্ধা।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে শিবগঞ্জের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
বগুড়ার শিবগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান না দেওয়ায় অভিযোগ এনে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এমএইচ কলেজ মাঠে আয়োজিত বিজয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের পর হঠাৎ সভা বর্জন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
এ নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বক্তব্যে তাঁরা কেউ জয় বাংলা বলেননি। তাই আমরা অনুষ্ঠান বর্জন করে বের হয়ে আসি। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় এটা জাতীয় স্লোগান।’
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘আমরা দেশকে মনে প্রাণে ভালোবাসি। হয়তো মিস হয়ে গেছে। এই স্লোগান আমাদের অন্তরে আছে। আর এমপি মহোদয় নিজেই বীর মুক্তিযোদ্ধা।’
এ নিয়ে জানতে মোবাইল ফোনে শিবগঞ্জের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।
১৭ মিনিট আগেনওগাঁর মান্দায় সৎমায়ের নির্যাতন সইতে না পেরে আফরিন আক্তার রিভা (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে প্ররোচনার মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে মান্দা থানায় মামলাটি করেন মারা যাওয়া স্কুলছাত্রীর মা রুমালি আক্তার।
২৫ মিনিট আগেদেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। এই দলের নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ)।
৩৩ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে আট বছরের এক শিশুকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক মণ্ডল (৪৪) নামের এক ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। রোববার সকালে গাংনী শহরের একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। ভ্যানচালক আব্দুল খালেক মণ্ডল উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের চেতন মণ্ডলের ছেলে।
৩৭ মিনিট আগে