Ajker Patrika

১৮ ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৮: ১৯
১৮ ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ

নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকায় ১৬ ডিসেম্বরের পরিবর্তে ১৮ ডিসেম্বর ঢাকায় বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ওই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেট থেকে শুরু হয়ে বিজয় র‍্যালি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে। ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। 

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর একই স্থানে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। দুই অনুষ্ঠানেই সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত