উচ্ছেদ-দখল খেলা লালবাগে
দখলের হাত থেকে বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে বারবার উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা, কিন্তু কোনোভাবেই উদ্ধার হয় না বুড়িগঙ্গার আদি চ্যানেল। কিছু জায়গায় ভাঙা ভবন পুনরায় মেরামত করা হচ্ছে। সর্বশেষ গত ২৬ ডিসেম্বর থেকে টানা ছয় দিন কামরাঙ্গীরচর মৌজায় যে উচ্ছেদ অভিযান হয়েছে, এরপরও একই অবস্থা হয়েছে।