ভারতের ‘তালগোল’: যেভাবে মার্কিন চাপে ল্যাপটপ আমদানি নীতি পাল্টাতে বাধ্য হলো নয়াদিল্লি
গত আগস্টে আমদানি করা ল্যাপটপ, ট্যাবলেট, ব্যক্তিগত কম্পিউটার এবং সার্ভারের সমস্ত চালানের জন্য অ্যাপল, ডেল এবং এইচপির মতো সংস্থাগুলোকে লাইসেন্স নেওয়ার জন্য কয়েকটি নিয়ম আরোপ করেছিল ভারত। এতে তৈরি হয় বিক্রি কমে যাওয়ার আশঙ্কা। নয়াদিল্লি এরপর কয়েক সপ্তাহের মধ্যেই তাদের পুরোনো নীতিতে ফিরে গিয়ে বলেছে, নতুন