ইভ্যালিকে আর সময় নয়, দায়িত্বও নেবে না বাণিজ্য মন্ত্রণালয়
প্রাথমিকভাবে ইভ্যালি ইস্যুতে আইনি পদক্ষেপে গেলেও পরবর্তীতে ই-অরেঞ্জ, ধামাকা, বুম বুম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকুম, আদিয়ান মার্ট, নেট ডট কম এবং আলেশা মার্টের বিষয়ে একই পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।