যে হাটে মানুষই পণ্য
রোববার ভোর ৬টা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আঞ্চলিক মহাসড়কের পাশে বটগাছের নিচে বসে আছেন সারি সারি মানুষ। সবাই দিনমজুর। বৃষ্টিতে বেরিয়েছেন রুজির ধান্দায়। মহাজনের পথ চেয়ে আছেন। দরদামে মিললে যোগ দেবেন কাজে। কাজ শেষে পাওনা টাকা পেলে পরিবারের সদস্যদের আহার জুটবে