Ajker Patrika

সাংবাদিকের ভালোবাসায় বাঁচল বিলুপ্ত প্রজাতির প্যাঁচার প্রাণ

প্রতিনিধি, বাগেরহাট
সাংবাদিকের ভালোবাসায় বাঁচল বিলুপ্ত প্রজাতির প্যাঁচার প্রাণ

বাগেরহাটের শরণখোলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি এলাকা থেকে প্যাঁচাটিকে উদ্ধার করেন দৈনিক আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান। পরবর্তীতে দুপুরে চিকিৎসার জন্য শরণখোলা উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, দৈনিক জবাবদিহির শহিদুল ইসলামসহ শরণখোলা স্থানীয় সংবাদকর্মীরা। 

আজকের পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস শোহান বলেন, পানিবন্দী মানুষের সংবাদের তথ্য সংগ্রহের জন্য সময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটল, দৈনিক জবাবদিহির শহিদুল ইসলামসহ সকালেই শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি-মৌরাশি এলাকায় যাই। সেখানে কিছু ব্যক্তি আহত প্যাঁচাটিকে পানির মধ্য থেকে ধরে রাস্তার ওপর রেখে দিয়েছিল। আমরা প্যাঁচাটিকে উদ্ধার শরণখোলা প্রাণিসম্পদ কর্মকর্তার দপ্তরে দিয়েছি। প্যাঁচাটির পায়ে আঘাত লেগেছে। 

উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, এটি একটি বিরল প্রজাতির প্যাঁচা। সচরাচর এটা দেখা যায় না। উদ্ধার করা প্যাঁচাটি বেশ আহত এবং তার শরীর দুর্বল। আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছি। প্যাঁচাটি সুস্থ হলে আমরা তাকে বনে অবমুক্ত করব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত