আরও সুযোগ-সুবিধা চান হাথুরু
পাকিস্তানকে ধবলধোলাইয়ের ছন্দ ভারত গিয়ে পথ হারাল। ধবলধোলাই তো হলোই, দুই দিনের কম সময়ে কানপুর টেস্ট অসহায় আত্মসমর্পণ যেন খানিকটা বেশি অবাক করেছে। অন্তত দুই দিন খেলা হয়নি, তারপরও হেরে যাওয়া তালিকায় কানপুর টেস্ট অষ্টম। এই টেস্টে খেলা হয়নি আড়াই দিনের বেশি। এরপরও এমন হার, মানতে পারছেন না কোচ চন্ডিকা হাথুর