মাস তিনেক আগে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই দলে ছিলেন শিবম দুবে। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁরও ছিল দারুণ অবদান। সেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে ছিটকে গেলেন।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলেও নাম ছিল দুবের। তবে বাংলাদেশ সিরিজ শুরু হতে যখন ২৪ ঘণ্টারও কম সময় বাকি, তখন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদ শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিঠের চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। দুবের পরিবর্তে তিলক ভার্মাকে টি-টোয়েন্টি সিরিজের দলে নিয়েছে বিসিসিআই। গোয়ালিয়রে আজ সকালে ভারতীয় দলের সঙ্গে ভার্মার যোগ দেওয়ার কথা।
২০২৩-এর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ভার্মার। ১৪ মাসে ভারতের জার্সিতে খেলেছেন ২০ ম্যাচ। যার মধ্যে ১৬ ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩৩.৬০ গড়ে করেন ৩৩৬ রান। ১৩৯.৪১ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। খন্ডকালীন স্পিন বোলিংও দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।
ভার্মার আগে ভারতের জার্সিতে পথচলা শুরু দুবের। ২০১৯ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পাঁচ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৩ ম্যাচ। ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে ২৭ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের আগে আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল ওভারে অনেক ম্যাচে ঝড় তুলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ তিন ভেন্যুতে। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের শেষ তথা টি-টোয়েন্টি হায়দরাবাদে ১২ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, তিলক ভার্মা।
মাস তিনেক আগে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে, সেই দলে ছিলেন শিবম দুবে। ভারতের বিশ্বকাপ জয়ে তাঁরও ছিল দারুণ অবদান। সেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে ছিটকে গেলেন।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ভারতের ১৫ সদস্যের দলেও নাম ছিল দুবের। তবে বাংলাদেশ সিরিজ শুরু হতে যখন ২৪ ঘণ্টারও কম সময় বাকি, তখন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদ শোনাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পিঠের চোটে পড়ায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিনি। দুবের পরিবর্তে তিলক ভার্মাকে টি-টোয়েন্টি সিরিজের দলে নিয়েছে বিসিসিআই। গোয়ালিয়রে আজ সকালে ভারতীয় দলের সঙ্গে ভার্মার যোগ দেওয়ার কথা।
২০২৩-এর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ভার্মার। ১৪ মাসে ভারতের জার্সিতে খেলেছেন ২০ ম্যাচ। যার মধ্যে ১৬ ম্যাচই আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ভারতের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৩৩.৬০ গড়ে করেন ৩৩৬ রান। ১৩৯.৪১ স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সঙ্গে মানানসই। খন্ডকালীন স্পিন বোলিংও দারুণ কার্যকর হয়ে উঠতে পারেন তিনি।
ভার্মার আগে ভারতের জার্সিতে পথচলা শুরু দুবের। ২০১৯ সালে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। পাঁচ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৩৩ ম্যাচ। ভারতের জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি। বার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ বলে ২৭ রানের দারুণ এক ক্যামিও ইনিংস খেলেন তিনি। বিশ্বকাপের আগে আইপিএলেও চেন্নাই সুপার কিংসের হয়ে মিডল ওভারে অনেক ম্যাচে ঝড় তুলেছেন ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার।
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ তিন ভেন্যুতে। ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি। সিরিজের শেষ তথা টি-টোয়েন্টি হায়দরাবাদে ১২ অক্টোবর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা, মায়াঙ্ক যাদব, তিলক ভার্মা।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে