তৈরি হবে ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ সিনেমার সিকুয়েল
প্রতি ঈদের মতো এবারও একই চিত্র—সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা—‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিটি সিনেমাই কমবেশি দর্শক টানছে। তারকারাও হলে হলে যাচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন।