বিনোদন প্রতিবেদক, ঢাকা
সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’।
আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ডিয়ার মা। গতকাল কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা।
মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এসব নিয়ে লেখা হয়েছে ডিয়ার মা সিনেমার গল্প। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ডিয়ার মা মানে মাতৃত্ব, মা-মেয়ের সম্পর্ক। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’
এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া আহসান। ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’-এর মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। বলিউডেও তিনি জনপ্রিয় নাম। বানিয়েছেন ‘পিঙ্ক’, ‘লস্ট’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমা। ডিয়ার মা দিয়ে অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অনিরুদ্ধ।
এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টালিউড সিনেমার কাজ। অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। প্রথম পর্বের মতো এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
সিনেমা নিয়ে দুই বাংলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। গত মে মাসে বাংলাদেশে ‘জয়া আর শারমিন’ মুক্তির পর ঈদে মুক্তি পেয়েছে দুই সিনেমা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’। এবার জানা গেল, আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ‘ডিয়ার মা’।
আগামী ১৮ জুলাই ভারতে মুক্তি পাবে ডিয়ার মা। গতকাল কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ। এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী, জয়া আহসানসহ সিনেমার কলাকুশলীরা।
মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এসব নিয়ে লেখা হয়েছে ডিয়ার মা সিনেমার গল্প। এতে একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া। অন্যান্য চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, চন্দন রায় স্যানাল প্রমুখ।
ডিয়ার মা সিনেমা নিয়ে জয়া আহসান বলেন, ‘ডিয়ার মা মানে মাতৃত্ব, মা-মেয়ের সম্পর্ক। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী সন্তান দত্তক নেওয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন।’
এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় কাজ করেন জয়া আহসান। ২০২৩ সালে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এর আগে ‘অনুরণন’, ‘অন্তহীন’, ‘একটি তারার খোঁজে’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনো হাঁস’-এর মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। বলিউডেও তিনি জনপ্রিয় নাম। বানিয়েছেন ‘পিঙ্ক’, ‘লস্ট’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমা। ডিয়ার মা দিয়ে অনেকদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অনিরুদ্ধ।
এদিকে চলতি সপ্তাহেই জয়া শুরু করেছেন নতুন টালিউড সিনেমার কাজ। অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায়। প্রথম পর্বের মতো এবারও জয়ার সঙ্গে থাকছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়। সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তার সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর সিনেমার নতুন পর্বে একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:
আজ বৃহস্পতিবার পি টিউন স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে মাহতিম সাকিবের নতুন গান ‘সুইসাইড নোট’। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ।
১০ ঘণ্টা আগেভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। অনেক জায়গায় বাংলাভাষীদের আটক করার কথাও শোনা যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা।
১০ ঘণ্টা আগেঅন্যায়ের বিরুদ্ধে সব সময় গানে-কবিতায় সরব থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। রাজপথেও থাকেন সামনের সারিতে। জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেও সোচ্চার ছিলেন তিনি। সে সময় আলোচিত হয়েছিল তাঁর ‘ভয় বাংলায়’ গানটি। ছাত্র-জনতার পক্ষে নেমেছিলেন রাস্তায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তিতে এবার তিনি গানে
১৭ ঘণ্টা আগেবার্টল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য এক্সসেপশন অ্যান্ড দ্য রুল’। এতে তুলে ধরা হয়েছে, পুঁজিবাদী সাম্রাজ্যের অন্তর্নিহিত বৈষম্য এবং আইনের শাসনের দুর্বলতা। ঢাকার মঞ্চে নাটকটি নিয়ে আসছে প্রাচ্যনাট নাট্যদল। নাম দেওয়া হয়েছে, ‘ব্যতিক্রম এবং নিয়ম’। এটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল
১৭ ঘণ্টা আগে