১৮ গোলের বন্যায় ভাসিয়ে আবারও নারী লিগের সেরা বসুন্ধরা
পয়েন্ট টেবিল অনুযায়ী আগের ম্যাচেই লিগ নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসের। তবু আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা পয়েন্টের দরকার ছিল। ১ নয়, বসুন্ধরা পুরো ৩ পয়েন্টই নিয়েছে। জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলের বন্যায় ভাসিয়ে জিতেছে নারী লিগের টানা দ্বিতীয় শিরোপা।