নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা নিয়ে টানাহেঁচড়া চলছেই। মালদ্বীপে টুর্নামেন্ট একদফা স্থগিত হয়েছে আগেই। নতুন করে শুরু হওয়ার কথা ছিল ২৭ জুন থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেই সূচিতে আপত্তি জানালে আবারও পেছানো হলো খেলা।
পরিবর্তিত সূচি নিয়ে আপত্তি তুলে এএফসির কাছে চিঠি পাঠিয়েছিল বসুন্ধরা কিংস। সেই সূচিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর এএফসি কাপ প্রায় একই সময়ে খেলতে হতো বসুন্ধরাকে। লিগে ২৮ জুন খেলা ছিল দলটির। অন্যদিকে ৩০ জুন থেকে শুরু এএফসি কাপ। দুই টুর্নামেন্টের সূচিকে সাংঘর্ষিক দাবি করে খেলা পেছাতে বলেছিল বসুন্ধরা। লিগ শেষ করেই খেলার ইচ্ছা ছিল তাদের। শেষপর্যন্ত এএফসি রাজি হলে পেছানো হয়েছে ‘ডি’ গ্রুপের খেলা।
নতুন সূচিতে ১৫ আগস্ট থেকে শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। প্রথম দিন হবে বাছাইপর্ব। মুখোমুখি হবে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ইগলস। জয়ী দল খেলবে বসুন্ধরা কিংস, এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টসের সঙ্গে গ্রুপ পর্বে।
১৮ আগস্ট মালদ্বীপের আরেক ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে প্রথম ম্যাচ বসুন্ধরার। ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচে খেলবে বেঙ্গালুরু এফসি ও ক্লাব ইগলসের মধ্যকার জয়ী দলের সঙ্গে। শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান।
১৩ মে মালদ্বীপে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। বেঙ্গালুরু এফসি করোনা প্রটোকল ভাঙায় স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ মালদ্বীপ। এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপের স্বাগতিক দেশের নাম পাওয়া যায়নি। সুযোগটা তা কাজে লাগাতে চায় বসুন্ধরা। খেলা পেছানোয় এখন স্বাগতিক হিসেবে নিজেদের নাম উপস্থাপন করতে চায় ক্লাবটি।
ঢাকা: এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা নিয়ে টানাহেঁচড়া চলছেই। মালদ্বীপে টুর্নামেন্ট একদফা স্থগিত হয়েছে আগেই। নতুন করে শুরু হওয়ার কথা ছিল ২৭ জুন থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সেই সূচিতে আপত্তি জানালে আবারও পেছানো হলো খেলা।
পরিবর্তিত সূচি নিয়ে আপত্তি তুলে এএফসির কাছে চিঠি পাঠিয়েছিল বসুন্ধরা কিংস। সেই সূচিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর এএফসি কাপ প্রায় একই সময়ে খেলতে হতো বসুন্ধরাকে। লিগে ২৮ জুন খেলা ছিল দলটির। অন্যদিকে ৩০ জুন থেকে শুরু এএফসি কাপ। দুই টুর্নামেন্টের সূচিকে সাংঘর্ষিক দাবি করে খেলা পেছাতে বলেছিল বসুন্ধরা। লিগ শেষ করেই খেলার ইচ্ছা ছিল তাদের। শেষপর্যন্ত এএফসি রাজি হলে পেছানো হয়েছে ‘ডি’ গ্রুপের খেলা।
নতুন সূচিতে ১৫ আগস্ট থেকে শুরু হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের খেলা। প্রথম দিন হবে বাছাইপর্ব। মুখোমুখি হবে ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ইগলস। জয়ী দল খেলবে বসুন্ধরা কিংস, এটিকে মোহনবাগান ও মাজিয়া স্পোর্টসের সঙ্গে গ্রুপ পর্বে।
১৮ আগস্ট মালদ্বীপের আরেক ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে প্রথম ম্যাচ বসুন্ধরার। ২১ আগস্ট দ্বিতীয় ম্যাচে খেলবে বেঙ্গালুরু এফসি ও ক্লাব ইগলসের মধ্যকার জয়ী দলের সঙ্গে। শেষ ম্যাচে দলটির প্রতিপক্ষ আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান।
১৩ মে মালদ্বীপে হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। বেঙ্গালুরু এফসি করোনা প্রটোকল ভাঙায় স্বাগতিক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ক্ষুব্ধ মালদ্বীপ। এখন পর্যন্ত ‘ডি’ গ্রুপের স্বাগতিক দেশের নাম পাওয়া যায়নি। সুযোগটা তা কাজে লাগাতে চায় বসুন্ধরা। খেলা পেছানোয় এখন স্বাগতিক হিসেবে নিজেদের নাম উপস্থাপন করতে চায় ক্লাবটি।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে