সালমান বাস্তবে এত কিস করে যে পর্দায় দরকারই হয় না: আরবাজ খান
বলিউডে অভিনেতা তো অনেকে আছেন, কিন্তু সালমান খান একজনই। এই বিষয়ে সবাই একমত। তবে সালমান খান শুধু নায়কই নন, তিনি নিজেই যেন একটা প্রতিষ্ঠান। প্রেমের ‘প্রেম’, টাইগারের অ্যাকশন, দাবাং-এর স্টাইলসহযোগে বলিউড ভাইজান তিন দশকের বেশি সময় ধরে রুপালি পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন।