বিনোদন ডেস্ক
মাত্র ২২ বছর বয়সে অনীত পাড্ডা এমন তারকাখ্যাতি পাচ্ছেন, যা সাধারণত বলিউডের বড় তারকাদের জন্য বরাদ্দ থাকে। ‘সাইয়ারা’ সিনেমা বদলে দিয়েছে তাঁর ভাগ্য। রাতারাতি পেয়েছেন ব্যাপক পরিচিতি। এই প্রশংসা আর পরিচিতি ফিরিয়ে দিয়েছে অনীতের আত্মবিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কাজের শুরুর দিনগুলোতে সারাক্ষণ উদ্বেগ আর হতাশায় ভুগতেন তিনি।
বছর পাঁচেক আগে থেকে শোবিজে কাজ শুরুর সুযোগ খুঁজছিলেন অনীত। মডেলিং করতেন। ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’তে প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং ‘ইউভা স্বপ্ন কা সফর’ নামে দুটি সিরিয়ালেও দেখা দিয়েছেন। তবে মনের মতো কাজ যাকে বলে, তা পাচ্ছিলেন না।
ওই সময় দিল্লিতে পড়তে চলে যেতে হয় অনীতকে। সেখানে গিয়ে আরও হতাশায় ডুবে যান। সারাক্ষণ ভাবতেন, তিনি বোধ হয় কখনো ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারবেন না। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অনীত পাড্ডা বলেন, ‘আমি সব সময় অভিনয় করতেই চেয়েছিলাম। ১৭ বছর বয়সে রিসার্চ শুরু করি, কীভাবে বলিউডে সুযোগ পাওয়া যাবে! আমি জানতাম, সবটা আমাকে একাই করতে হবে, কারণ আমার মা-বাবার ওই আর্থিক সক্ষমতা ছিল না যে আমাকে অডিশনের জন্য মুম্বাই নিয়ে যাবেন। দুই-তিন বছর ধরে নানাভাবে প্রস্তুতি নিয়েছি নিজের মতো করে।’
অনীত পাড্ডা জানান, গুগল ঘেঁটে অনেক অ্যাকটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে বুঝতে পেরেছিলেন, সবই ভুয়া। অভিনেত্রী বলেন, ‘এরপর কোভিড চলে আসে, সবাই ঘরবন্দী হয়ে যায়। ওই সময় ঘরে বসে অডিশন রেকর্ড করা ছাড়া উপায় ছিল না। আমি ৭৫টির মতো এজেন্সির সঙ্গে যোগাযোগ করি।’ একপর্যায়ে যশরাজ ফিল্মসের ‘সাইয়ারা’ সিনেমায় চূড়ান্ত হওয়ার পর নির্ভার বোধ করেন অনীত। কেটে যায় যাবতীয় হতাশা।
প্রেক্ষাগৃহে রাজত্ব করার পর সাইয়ারা সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। বিশ্বজুড়ে আরও বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে সিনেমাটি। আরও বেশি রেসপন্স পাচ্ছেন অনীত। তবে এই প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন না তিনি। সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে আরও সততার সঙ্গে কাজ করে যাবেন। শুধু অভিনয় নয়, ভবিষ্যতে সিনেমার সংগীত পরিচালনাও করতে চান অনীত পাড্ডা।
মাত্র ২২ বছর বয়সে অনীত পাড্ডা এমন তারকাখ্যাতি পাচ্ছেন, যা সাধারণত বলিউডের বড় তারকাদের জন্য বরাদ্দ থাকে। ‘সাইয়ারা’ সিনেমা বদলে দিয়েছে তাঁর ভাগ্য। রাতারাতি পেয়েছেন ব্যাপক পরিচিতি। এই প্রশংসা আর পরিচিতি ফিরিয়ে দিয়েছে অনীতের আত্মবিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কাজের শুরুর দিনগুলোতে সারাক্ষণ উদ্বেগ আর হতাশায় ভুগতেন তিনি।
বছর পাঁচেক আগে থেকে শোবিজে কাজ শুরুর সুযোগ খুঁজছিলেন অনীত। মডেলিং করতেন। ২০২২ সালে ‘সালাম ভেঙ্কি’তে প্রথম অভিনয়ের সুযোগ পান। এরপর ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এবং ‘ইউভা স্বপ্ন কা সফর’ নামে দুটি সিরিয়ালেও দেখা দিয়েছেন। তবে মনের মতো কাজ যাকে বলে, তা পাচ্ছিলেন না।
ওই সময় দিল্লিতে পড়তে চলে যেতে হয় অনীতকে। সেখানে গিয়ে আরও হতাশায় ডুবে যান। সারাক্ষণ ভাবতেন, তিনি বোধ হয় কখনো ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পারবেন না। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অনীত পাড্ডা বলেন, ‘আমি সব সময় অভিনয় করতেই চেয়েছিলাম। ১৭ বছর বয়সে রিসার্চ শুরু করি, কীভাবে বলিউডে সুযোগ পাওয়া যাবে! আমি জানতাম, সবটা আমাকে একাই করতে হবে, কারণ আমার মা-বাবার ওই আর্থিক সক্ষমতা ছিল না যে আমাকে অডিশনের জন্য মুম্বাই নিয়ে যাবেন। দুই-তিন বছর ধরে নানাভাবে প্রস্তুতি নিয়েছি নিজের মতো করে।’
অনীত পাড্ডা জানান, গুগল ঘেঁটে অনেক অ্যাকটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরে বুঝতে পেরেছিলেন, সবই ভুয়া। অভিনেত্রী বলেন, ‘এরপর কোভিড চলে আসে, সবাই ঘরবন্দী হয়ে যায়। ওই সময় ঘরে বসে অডিশন রেকর্ড করা ছাড়া উপায় ছিল না। আমি ৭৫টির মতো এজেন্সির সঙ্গে যোগাযোগ করি।’ একপর্যায়ে যশরাজ ফিল্মসের ‘সাইয়ারা’ সিনেমায় চূড়ান্ত হওয়ার পর নির্ভার বোধ করেন অনীত। কেটে যায় যাবতীয় হতাশা।
প্রেক্ষাগৃহে রাজত্ব করার পর সাইয়ারা সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। বিশ্বজুড়ে আরও বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছে গেছে সিনেমাটি। আরও বেশি রেসপন্স পাচ্ছেন অনীত। তবে এই প্রশংসার জোয়ারে ভেসে যাচ্ছেন না তিনি। সিদ্ধান্ত নিয়েছেন, এখন থেকে আরও সততার সঙ্গে কাজ করে যাবেন। শুধু অভিনয় নয়, ভবিষ্যতে সিনেমার সংগীত পরিচালনাও করতে চান অনীত পাড্ডা।
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৭ মিনিট আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
২৪ মিনিট আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৩০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৩২ মিনিট আগে