বিনোদন ডেস্ক
নির্মাতা নীরাজ ঘেওয়ান ১০ বছর আগে বানিয়েছিলেন ‘মাসান’। এক দশক পর নতুন সিনেমা ‘হোমবাউন্ড’ নিয়ে এলেন তিনি। ঈশান খাট্টার, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত হোমবাউন্ড শুরু থেকেই রয়েছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে হলিউডের বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি এ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার পর হইচই পড়ে যায়। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল হোমবাউন্ডের, মনোনয়ন পেয়েছিল আ সার্তে রিগা বিভাগে। টরন্টো উৎসবে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস বিভাগে জিতেছে দ্বিতীয় রানার-আপের পুরস্কার।
২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হোমবাউন্ড। তার আগে বড় সুখবর পেলেন ঈশান-বিশাল-জাহ্নবীরা। ২০২৬ সালের অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে প্রতিযোগিতার জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে হোমবাউন্ড। ভারতের বিভিন্ন ভাষার ২৪টি সিনেমার মধ্য থেকে অস্কারে প্রতিযোগিতার জন্য হোমবাউন্ডকে বেছে নিয়েছে দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। হোমবাউন্ড ছাড়াও তালিকায় ছিল ‘তানভি দ্য গ্রেট’, ‘সুপারবয়েজ অব মালেগাঁও’, ‘কেশরি চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’, ‘কানাপ্পা’, ‘পানি’, ‘কুবেরা’র মতো সিনেমা।
অস্কারে প্রতিযোগিতা করবে তাঁর সিনেমা, স্বাভাবিকভাবেই তাই আপ্লুত জাহ্নবী কাপুর। হোমবাউন্ডের কল্যাণে এর আগে কান, মেলবোর্ন, টরন্টোসহ বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে জাহ্নবীর। স্বপ্ন এবার অস্কারের। প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এ সিনেমার সঙ্গে আমার জার্নিটা স্বপ্নের মতো। আমি কৃতজ্ঞ যে এই যাত্রার সঙ্গী হতে পেরেছি, যা আমার কাছে পুরস্কারপ্রাপ্তির চেয়ে কম কিছু নয়।’ পরিচালক নীরাজ ঘেওয়ান বলেন, ‘ভারত থেকে এ সিনেমাকে অস্কারে পাঠানো হচ্ছে, এতে আমি সম্মানিত বোধ করছি। আমাদের শিকড়ের এই গল্পকে অস্কারের মতো আসরে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করায় গভীরভাবে কৃতজ্ঞ।’
হোমবাউন্ড তৈরি হয়েছে তিন বন্ধুর গল্পে। এদের মধ্যে চন্দন (বিশাল) ও শোয়েব আলী (ঈশান) বাল্যবন্ধু। নিম্নবর্ণের হওয়ায় চন্দনকে যেমন নানা জটিলতার মুখোমুখি হতে হয়, মুসলিম সম্প্রদায়ের হওয়ায় পদে পদে একই অপমান জোটে শোয়েবের ভাগ্যেও। দুজনেই পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। পরিবারকে ভালো ভবিষ্যৎ উপহার দিতে চায়। ধর্ম ও বর্ণের ভিত্তিতে যে বৈষম্যের শিকার তারা, তা থেকে মুক্তি পেতে চায়। এই সংগ্রামের মধ্যেই তাদের পরিচয় হয় সুধা ভারতীর (জাহ্নবী) সঙ্গে। তাদের বন্ধুত্ব ও সংগ্রাম ভিন্ন মোড় নেয়।
নির্মাতা নীরাজ ঘেওয়ান ১০ বছর আগে বানিয়েছিলেন ‘মাসান’। এক দশক পর নতুন সিনেমা ‘হোমবাউন্ড’ নিয়ে এলেন তিনি। ঈশান খাট্টার, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত হোমবাউন্ড শুরু থেকেই রয়েছে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে হলিউডের বিখ্যাত নির্মাতা মার্টিন স্করসেসি এ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার পর হইচই পড়ে যায়। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল হোমবাউন্ডের, মনোনয়ন পেয়েছিল আ সার্তে রিগা বিভাগে। টরন্টো উৎসবে ইন্টারন্যাশনাল পিপলস চয়েস বিভাগে জিতেছে দ্বিতীয় রানার-আপের পুরস্কার।
২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হোমবাউন্ড। তার আগে বড় সুখবর পেলেন ঈশান-বিশাল-জাহ্নবীরা। ২০২৬ সালের অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে প্রতিযোগিতার জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে হোমবাউন্ড। ভারতের বিভিন্ন ভাষার ২৪টি সিনেমার মধ্য থেকে অস্কারে প্রতিযোগিতার জন্য হোমবাউন্ডকে বেছে নিয়েছে দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। হোমবাউন্ড ছাড়াও তালিকায় ছিল ‘তানভি দ্য গ্রেট’, ‘সুপারবয়েজ অব মালেগাঁও’, ‘কেশরি চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’, ‘কানাপ্পা’, ‘পানি’, ‘কুবেরা’র মতো সিনেমা।
অস্কারে প্রতিযোগিতা করবে তাঁর সিনেমা, স্বাভাবিকভাবেই তাই আপ্লুত জাহ্নবী কাপুর। হোমবাউন্ডের কল্যাণে এর আগে কান, মেলবোর্ন, টরন্টোসহ বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার সুযোগ হয়েছে জাহ্নবীর। স্বপ্ন এবার অস্কারের। প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী বলেন, ‘এ সিনেমার সঙ্গে আমার জার্নিটা স্বপ্নের মতো। আমি কৃতজ্ঞ যে এই যাত্রার সঙ্গী হতে পেরেছি, যা আমার কাছে পুরস্কারপ্রাপ্তির চেয়ে কম কিছু নয়।’ পরিচালক নীরাজ ঘেওয়ান বলেন, ‘ভারত থেকে এ সিনেমাকে অস্কারে পাঠানো হচ্ছে, এতে আমি সম্মানিত বোধ করছি। আমাদের শিকড়ের এই গল্পকে অস্কারের মতো আসরে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করায় গভীরভাবে কৃতজ্ঞ।’
হোমবাউন্ড তৈরি হয়েছে তিন বন্ধুর গল্পে। এদের মধ্যে চন্দন (বিশাল) ও শোয়েব আলী (ঈশান) বাল্যবন্ধু। নিম্নবর্ণের হওয়ায় চন্দনকে যেমন নানা জটিলতার মুখোমুখি হতে হয়, মুসলিম সম্প্রদায়ের হওয়ায় পদে পদে একই অপমান জোটে শোয়েবের ভাগ্যেও। দুজনেই পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখে। পরিবারকে ভালো ভবিষ্যৎ উপহার দিতে চায়। ধর্ম ও বর্ণের ভিত্তিতে যে বৈষম্যের শিকার তারা, তা থেকে মুক্তি পেতে চায়। এই সংগ্রামের মধ্যেই তাদের পরিচয় হয় সুধা ভারতীর (জাহ্নবী) সঙ্গে। তাদের বন্ধুত্ব ও সংগ্রাম ভিন্ন মোড় নেয়।
ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। নাম ‘বোকা’। এটি জয়ের পঞ্চম স্টুডিও অ্যালবাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’।
৩ ঘণ্টা আগেআজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন চার সিনেমা। দেশের তিনটি সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় আছে হলিউডের এক সিনেমা। সিনেমাগুলো হলো ‘সাবা’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, ‘উদীয়মান সূর্য’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এ সপ্তাহের মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এই প্রতিবেদন।
৪ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগেবুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
১২ ঘণ্টা আগে