বিনোদন ডেস্ক
বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন তিন খান—আমির, শাহরুখ ও সালমান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গেও দেখা গেছে সালমানকে। এ তিনজন হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে অভিনয় করা হয়নি তাঁদের।
তিন খান একসঙ্গে একটি সিনেমা করবেন, এমন ইচ্ছা তাঁদেরও রয়েছে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে ভালো চিত্রনাট্য না পাওয়ায় নাকি একত্র হওয়া হচ্ছে না তাঁদের। সেটা কবে সম্ভব হবে, আদৌ হবে কি না—এ সংশয়ের মধ্যে আশা জাগাল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ।
সাত পর্বের এ সিরিজে আমির, শাহরুখ ও সালমান—তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
দ্য ব্যাডস অব বলিউড সিরিজের ট্রেলার আজ প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে দেখা যায়, শুটিং সেটে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কথা বলছেন আমির খান। নায়ককে ডেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুচ্ছ তাচ্ছিল্য করেন। ট্রেলারের শেষদিকে নিজের সিগনেচার স্টাইলে আসেন শাহরুখ খান। অভিনেতা মনোজ পাওহার সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু মনোজ তাঁকে গায়ক বাদশা ভেবে ভুল করেন এবং গালি দেন।
ট্রেলারে অবশ্য সালমান ছিলেন না, তাঁকে পাওয়া গিয়েছিল সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া এ সিরিজের টিজারে। বলিউডের এক পার্টিতে গিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সালমানকে।
তিন খান ছাড়াও এ সিরিজে বলিউডের আরও অনেককে অতিথি চরিত্রে হাজির করেছেন আরিয়ান খান। রয়েছেন ববি দেওল, রাজকুমার রাও, সিদ্ধান্ত চতুর্বেদী, অর্জুন কাপুর, দিশা পাটানি, বাদশা, এস এস রাজামৌলি, করণ জোহর, রণবীর সিং, সারা আলী খানসহ অনেকে।
বলিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামার আর অন্দরের রাজনীতির গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য ব্যাডস অব বলিউড। গল্পের কেন্দ্রে রয়েছে আসমান সিং নামের এক যুবক। সে স্বপ্ন দেখে বড় তারকা হওয়ার। সুযোগও পায়। তারপর ইন্ডাস্ট্রিতে কী ধরনের জটিলতার মুখে পড়ে সে, সে জার্নির মধ্য দিয়ে বলিউডের নেতিবাচক দিক এ সিরিজে তুলে এনেছেন নির্মাতা আরিয়ান। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের ট্রেলার:
বলিউডে অনেক বছর ধরে রাজত্ব করছেন তিন খান—আমির, শাহরুখ ও সালমান। শাহরুখের সঙ্গে সালমান একাধিক সিনেমায় অভিনয় করেছেন। আমিরের সঙ্গেও দেখা গেছে সালমানকে। এ তিনজন হাতে গোনা কয়েকটি শোতে অংশ নিলেও একসঙ্গে অভিনয় করা হয়নি তাঁদের।
তিন খান একসঙ্গে একটি সিনেমা করবেন, এমন ইচ্ছা তাঁদেরও রয়েছে। নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। তবে ভালো চিত্রনাট্য না পাওয়ায় নাকি একত্র হওয়া হচ্ছে না তাঁদের। সেটা কবে সম্ভব হবে, আদৌ হবে কি না—এ সংশয়ের মধ্যে আশা জাগাল ‘দ্য ব্যাডস অব বলিউড’। শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজ।
সাত পর্বের এ সিরিজে আমির, শাহরুখ ও সালমান—তিন খানকে দেখা যাবে অতিথি চরিত্রে। প্রথমবারের মতো একই প্রজেক্টে অভিনয় করেছেন তাঁরা।
দ্য ব্যাডস অব বলিউড সিরিজের ট্রেলার আজ প্রকাশ করেছে নেটফ্লিক্স। তাতে দেখা যায়, শুটিং সেটে নির্মাতা এস এস রাজামৌলির সঙ্গে কথা বলছেন আমির খান। নায়ককে ডেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে তুচ্ছ তাচ্ছিল্য করেন। ট্রেলারের শেষদিকে নিজের সিগনেচার স্টাইলে আসেন শাহরুখ খান। অভিনেতা মনোজ পাওহার সঙ্গে দেখা করতে আসেন তিনি। কিন্তু মনোজ তাঁকে গায়ক বাদশা ভেবে ভুল করেন এবং গালি দেন।
ট্রেলারে অবশ্য সালমান ছিলেন না, তাঁকে পাওয়া গিয়েছিল সপ্তাহ দুয়েক আগে মুক্তি পাওয়া এ সিরিজের টিজারে। বলিউডের এক পার্টিতে গিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় সালমানকে।
তিন খান ছাড়াও এ সিরিজে বলিউডের আরও অনেককে অতিথি চরিত্রে হাজির করেছেন আরিয়ান খান। রয়েছেন ববি দেওল, রাজকুমার রাও, সিদ্ধান্ত চতুর্বেদী, অর্জুন কাপুর, দিশা পাটানি, বাদশা, এস এস রাজামৌলি, করণ জোহর, রণবীর সিং, সারা আলী খানসহ অনেকে।
বলিউড ইন্ডাস্ট্রির গ্ল্যামার আর অন্দরের রাজনীতির গল্প নিয়ে তৈরি হয়েছে দ্য ব্যাডস অব বলিউড। গল্পের কেন্দ্রে রয়েছে আসমান সিং নামের এক যুবক। সে স্বপ্ন দেখে বড় তারকা হওয়ার। সুযোগও পায়। তারপর ইন্ডাস্ট্রিতে কী ধরনের জটিলতার মুখে পড়ে সে, সে জার্নির মধ্য দিয়ে বলিউডের নেতিবাচক দিক এ সিরিজে তুলে এনেছেন নির্মাতা আরিয়ান। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটি।
দেখুন ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের ট্রেলার:
১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১৬ ঘণ্টা আগেগত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে২০২১ সালের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর নাট্যদল বাতিঘর থিয়েটার মঞ্চে নিয়ে এসেছিল তাদের ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। চার বছরের মাথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মাংকি ট্রায়ালের রজতজয়ন্তী প্রদর্শনী। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার...
১৬ ঘণ্টা আগেনির্মাতার অভিযোগ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়, আমি নাকি অনেকের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছি! কিন্তু এটা তো আমার হাতে নেই। আমি কার ক্যারিয়ার ধ্বংস করলাম?’
১ দিন আগে