বাবুই পাখিদের প্রিয় সেই তালগাছ কাটায় জড়িতদের বিরুদ্ধে দুই মামলা
ঝালকাঠি সদর উপজেলার একটি তালগাছ কেটে ফেলে বাবুই পাখিদের ডিম, ছানা, বাসা ধ্বংস করার ঘটনায় আজ রোববার তিনজনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। শেখেরহাট ইউনিয়নের পূর্ব গুয়াটন গ্রামের মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা দুটি হয়।