নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুরে দাঁড়িয়ে থাকা টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে আমবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুলসংলগ্ন এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে। নিহত আরেকজন আমবোঝাই ট্রাকচালকের সহকারী (হেলপার) সোহেল (২০)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গিরচর এলাকার রতনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোরে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুলসংলগ্ন মোল্লাবাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলসবোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলসবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, দুর্ঘটনাকবলিত টাইলসবোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার কথা ছিল। অপর দিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিল। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলসবোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি। সেই সঙ্গে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
বরিশালের উজিরপুরে দাঁড়িয়ে থাকা টাইলসবোঝাই ট্রাকের সঙ্গে আমবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে পথচারীসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে উপজেলার পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুলসংলগ্ন এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী সবুজ হাওলাদার (৩০) উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মাদারশী এলাকার বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য মো. দুলাল হাওলাদারের ছেলে। নিহত আরেকজন আমবোঝাই ট্রাকচালকের সহকারী (হেলপার) সোহেল (২০)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন বর্গিরচর এলাকার রতনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ ভোরে পূর্ব ধামসর গ্রামের সোনার বাংলা স্কুলসংলগ্ন মোল্লাবাড়ির সামনের মহাসড়কের পাশে টাইলসবোঝাই ট্রাকটি দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আমবোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে এসে টাইলসবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল (২০) নিহত হন। পাশাপাশি সবুজ হাওলাদার নামে এক পথচারী গুরুতর আহত হন। আহত অবস্থায় সবুজ হাওলাদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উজিরপুর স্টেশনের একটি দল ঘটনাস্থলে এসে আমবোঝাই ট্রাক থেকে হেলপার সোহেলের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, দুর্ঘটনাকবলিত টাইলসবোঝাই ট্রাকটি ঢাকার মিরপুর থেকে বরিশালের উদ্দেশে যাওয়ার কথা ছিল। অপর দিকে আমবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বরিশালে যাচ্ছিল। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া আমবোঝাই ট্রাকের চালক ও টাইলসবোঝাই ট্রাকের চালক এবং হেলপার পালিয়েছে। তবে ট্রাক দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ আমরা ঘটনাস্থল থেকে পেয়েছি। সেই সঙ্গে আহত দুই পথচারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় অবৈধ অস্ত্র প্রদর্শনের অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
২৯ মিনিট আগেসুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূর্ণিমা উৎসব আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে। পুণ্যস্নানের জন্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের যাতায়াতে বন বিভাগ পাঁচটি পথ (রুট) নির্ধারণ করেছে। এ সময় হরিণ মারার ফাঁদসহ বিভিন্ন দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে।
১ ঘণ্টা আগেলাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের জন্য ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আজ রোববার (১৯ অক্টোবর) সংগঠনের সদর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। এতে উপজেলার ৫১ জন খুচরা
১ ঘণ্টা আগেসিটিটিসি ও ডিবি উভয় সংস্থা জানায়, গ্রেপ্তারকৃতরা সরকারের বিরুদ্ধে নাশকতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টায় লিপ্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে